থেকো না তুমি আর অতোটা বেশী দূরে
অনুক্ত বেদনায়; দীর্ঘশ্বাস ফেলে
অবলা মৃত্তিকা—
এইখানে ফিরো প্রেমময় ঘাস...
ফিরে এসো কৃষ্ণচূড়া স্বপ্নেরা
বাউল চোখে এখনও স্মৃতি হয়ে ঝরে
কুহক শব্দের পূবালী হাওয়া
মেঘে মেঘে হাতড়ে চলে নৈশ নদীর ঢেউ
নিরাশার শোক কাটিয়ে
বসন্ত বাতাসে মিশে ফেরারি সুর
তবুও জ্যোৎস্নার ঘ্রাণে উছলে ওঠে পাখি
স্বপ্নভাঙার বেদনা বোনে নির্জনে
বরফগলে ঠোঁট
মনের শয্যায় ফিরে বাসন্তী ভোরাই...।