রাত একটা তৃষ্ণা মুখর নদী
আয়ু সমর্পিত ঢেউ বয়েই
চলেছে

আমি ওই নদীর তীরে
মুঠোয় তুলে ম্রিয়মাণ বিকেল
নিদ্রাহীন দুঃখগুলো
গুঁজে রাখি চোখের পাতায়

আর—

শকট ছুটে চলা অন্ধকারে
ছিদ্র করে নিশিঝরা ঢেউ  
আঙুলে ফিরাই
বসন্তে কপোকাত ভোরাই...