ঋতু পাল্টে ফিরে ফিরে আসে ঋতু
তবুও পূর্ণতা নেই বসন্তে
আজন্ম লালিত প্রেম; ভালোবাসাহীন
চোখভাঙে অন্ধ বিশ্বাসে
বিষাদ প্রসূত থৈ থৈ বেদনা ঢেউ বয়ে যায়

সান্ধ্যজোছনা মিশে গেলে অন্ধকারে
ঠোঁটভাঙা কথারা ফিরে শব্দের গুঞ্জনে
মৃতস্বপ্ন ঘোরে আঁতকে ওঠে সহসা
রাত্রির যাতনা মূর্ছনায় ক্লান্ত বিনিদ্র পাখি...।