উদাস দুপুর ডানায় মেখে
প্রেমাহত পাখি—বর্ষাধারায়
হামাগুড়ি দিয়ে ওড়ে
ব্যথার পালকে মরমীগাঁথা স্বপ্ন লুকিয়ে
ঠোঁটে তুলে আনে ভাটির কলতান
বিকেলের উচাটনে
মায়াময় টান ফেরায়
নদী কান্তা সুরশ্রী
দুঃস্বপ্নের ঢেউ ভরা চোখ
নিসর্গ বোনে
পরাগ ফোটে ভেজা বাতাসে
আমাকে আচ্ছন্ন করে গোধূলির ক্যানভাস...