সবুজের মোহনায় জোছনা বিনোদ
মেলেছে দিগন্ত নীলাদ্রি ডানা
নুইয়ে আসে রোদগলা বিকেল
জলের তুলিতে আঁকে সুরমা কালিউড়ি
চিলাই খাসিয়ামারা

চরণ পেতেছে হাওড়ে কুটুম পরিযায়ী
বাউলের একতারায় প্রণত সুর
হাঁসগুলো বিভোর জলকেলি সন্ধ্যায়
স্বপ্নবোনে ধীরে
মেঘভাঙা চোখে ফিরে যাবে
নদীর নিঃশব্দ ডাক

তবুও তো আহা! প্রেম সন্ধানী পাখি
অবেলায় গোঙায় হিজলের ডালে
স্মৃতির গুঞ্জনে ফেলে যায় বিরহের শিস
সবুজের শয্যায় উপচে পড়ে সহসা
বেদনার আফাল...।