বিষণ্ণ মাছের জলকেলি প্রতীক্ষা কিংবা
ভাঙন-বিলাসী নদীর গল্প শোনাতে এসো না
ভালোবাসায় প্রাপ্তির পূর্ণতা নেই বহুকাল
প্রতীক্ষার স্রোতেই ভেসেগেছে স্বপ্নেরা
আমি এখন রোজ বিকেলে প্রেম চূর্ণ কবিতা নিয়ে
রাধাচূড়া পাতাদের কাছে যাই
খোদ নদীর কাছেই বিক্রি করি পংক্তির দুঃখ
প্রণয়ের ঠোঁট মৌনব্রত; আহা আয়ুপোড়া পংক্তি
পংক্তিতে পংক্তির বিপুলা ঢেউ
ঢেউগুলো মেখে রাখি চোখের পাতায়
আর যাপিত কবিতার পাঠ নিই
নর্দমা-বিলাসী ইঁদুরের কাছে
ভাবনার নির্বারে দুচোখে লিখে যাই বেদনার ছায়াগুচ্ছ...।