শিশির ভেজা চির হরিতে
ওৎপেতে বসে স্বৈরশকুন...
বায়ান্ন ঊনসত্তর একাত্তর ফিরে
চব্বিশের বসন্তে
দাহনস্রোতে মুমুর্ষ ঢেউ বয়ে চলে
মানচিত্র নদী
ঢেউয়ের ভাঁজে ভাঁজে
রক্তের আখ্যান
চোখভরতি বিবেকী কান্না আর
অজস্র হাহাকার, ঘৃণা
ক্ষোভে ফুঁসে ওঠে তারুণ্য
মুঠোয় জনযুদ্ধের দামামা
শপথের জাগরণে জেগেছি
জেগেছে অজস্র প্রেমিক কবি
উঁচু করে মশালের দশহাত
কাঁধে তুলে নিয়েছে ভার
বঞ্চিতের অধিকার ফেরাবার
ফোটেছে কত বারুদফুল আগুনের
গ্রাফিতি দেয়ালে দেয়ালে
চেতনার অজস্র পা সমবেত—
আবার এসেছে বায়ান্ন
আবার এসেছে ঊনসত্তর
একাত্তর ফিরে এসেছে জুলাইয়ের রাজপথে...