কে তুমি প্রেমহীন, জ্যোৎস্নাভুক রাত্রির খদ্দের
আক্রোশে ক্ষুব্ধ, উন্মত্ত কে সেই প্রজ্ঞাহীন?
ভেঙে দিতে চাও স্বাপ্নিক সমস্ত হাত—
বিষণ্ন, একরোখা, হিংস্র ইতর খাদক!
মাটির অধিকার কেড়ে নিতে চাও
শকুনের ঠোঁটে চেপে সূর্যোদয়ের দম্ভ!
প্রেমিক হৃদয় পুড়ে যায়—প্রহসনের ছায়ায়...