জলের আগুনে পুড়ে হয়েছি কমল,
কী দিয়ে মুছবে বলো আগুনের জল।

১৫.১১.৮০
কাব্যগ্রন্থ-যে জলে আগুন জ্বলে