এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম, _
তুমি সুখী হবে, খুব সুখী হবে।
বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল, আর
তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,
নিলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন করেছি মৌন উদ্ভিদের মুখর স্তব্ধতা,
ওলো উল্লাসিনী,
না জেনেশুনেই কেন দিতে গেলে টোকা!
তুমি আর কী বেদনা দেবে, কতোটা কাঁদাবে?
বালখিল্য এ খেলায় আমার চেয়েও বেশি তুমিই হারাবে।
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম, _
তুমি সুখী হবে
ব্রহ্মপুত্রের মেয়ে, দেখে নিও, খুব সুখী হবে।
(কাব্যগ্রন্থ : বেদনাকে বলেছি কেঁদো না। প্রকাশক : দিব্যপ্রকাশ। প্রকাশকাল : প্রথম প্রকাশ, অক্টোবর ২০১৯ । তৃতীয় মুদ্রণ : জানুয়ারী ২০২১। )