-:হামদ:-

আল্লাহ সালাম-শান্তিদাতা, ভ্রান্তি করো দূর,
রাত ও দিনে হৃদয়-বীণে বাজুক তব সুর!

           অধম আমি অসীম পাপী,
           ক্ষমার আশায় নামটি জপি,
তোমার নামটি জপতে লাগে  বড়ই সুমধুর!

             অজ্ঞ আমার হৃদয়খানি,
             গ্রহণ করুক তোমার বাণী,
নুরানী হোক কালো হৃদয় পেয়ে তব নুর!

              মুহাম্মাদ মোস্তাফা নবি,
              ধরার মাঝে নুরের ছবি,
তাঁর ওছিলায় ওপারে  নাও জীবনতরী মোর!

২৬/১১/১৬