ততোদিন ভালোবেসে যাবো
যতোদিন না আজরাইলী নখর খামচে ধরে বুকে
সিনার পিঞ্জর ভেঙে কেড়ে নেয় রূহ,
যতক্ষণ না নিযুত পোকার আহারে পরিণত হই
আর দেহ জৈবসারে পরিণত হয়ে উর্বর করে জমিন
ততোক্ষণ—ততোদিন—ততোটাকাল অবধি!

যতক্ষণ ঠিকে থাকে মস্তিস্কের মাঝে অনুভবের সংকেত
হৃদপিন্ড যতক্ষণ না থমকে যায়
যতক্ষণ না সুদূর ইয়েমেনি লিলুয়া বায়ুর স্পর্শে হই নিঃশেষ
আকাশের ঘর হতে আসে সমাপ্তির পয়গাম আর
ইস্রাফিলের শিঙায় উঠে ফুৎকার
ততোক্ষণ—ততোদিন—নিঃশেষ হওয়া অবধি!

দুনিয়ার মুনকার-নাকিরের কথা বে-মালুম ভুলে যাই
আনমনে ছুটে চলে পয়দল
এই বুকের লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছি একটি কথা
আমি যে তোমায় ভালোবাসি।