কাঁদি ওহে বারেবার
ক্ষমা করো আমায়
আমার শির তোমারি
কদমেতে লুটায়।

মানুষ তো ভুল করি
নফসের ধোঁকায়,
বিপদে হে না তরালে
তরায় কে আমায়?  

মিনতি হে দয়াময়
করুনা যে তোমার,
দোয়া করো মঞ্জুর
অধম এ আমার।