এই যে নদীর পানি শান্ত ভাবে ছুটে চলে, এই ছুটে চলার মাঝে তোমাকে মনে পড়ে ।
আবার বাতাসের বেগে যখন ভয় জাগানিয়া ঢেউ উঠে তখনও তোমাকে ভুলি নাই।
তপ্ত দুপুরে আধা-পাকা ধানের পাশ দিয়ে নদীর ঘাটে যাওয়ার সময়ের ভ্যাপসা গরমে তোমাকে মনে পড়ে।
আবার নদীর ধারে হু হু করা বাতাস যখন শরীরটা শীতল করে দেয় তখনও তোমাকে ভুলি নাই।
নদীর বয়ে চলার সাথে শ্রাবণের সাদা সাদা মেঘের খেলা দেখতে দেখতে দেখতে তোমাকে মনে পড়ে।
আবার হঠাৎ আকাশে কালো মেঘ করে যখন অন্ধকারে ছেয়ে যায়, নির্জন সেই নদীর ঘাটতে তোমাকে ভুলি নাই।