আমের বোউলের ঘ্রাণের মতো, নবজাতকের আগমন,
দিনের শেষে রাত, শব্দ করা থেকে কথা বলা;
ঝড়-বৃষ্টি, বসন্তের শীতল হাওয়া,
হাসি-কান্না, আনন্দ- বেদনার সাথে পথ চলা।
পদ্মা বা ধান সিঁড়ির জলে মাতামাতি,
জারুল বনের নির্জনতা, ব্যাস্ত শহর কোলাহলময়;
চৈত্রের দুপুরে হেটে চলা, পৌষের কনকনে সকাল,
প্রিয়জনের সাথে কাটানো সময়।
ভিন্ন সময়ে, ভিন্ন স্থানে একিরকম থাকে এই আকাশ-
এই মেঘ, ধানের খেত, এই নদী-খাল;
শুধু আমাদের থাকা হবে না, অন্য কেউ থাকবে-
অন্য কেউ দেখবে, শুধু দাঁড়িয়ে রবে এই মহাকাল।।