ভুলে গেছ কিছুই বলিনি
অকাট্য বুলি দিয়েছ, তাও সয়েছি
যন্ত্রনার পাহাড়ে বিধেছ প্রতিবাদ করিনি
লোকে মুখে দুর্নাম রটিয়েছ
নির্বাক আমি দেখেছি কেবল
তোমার বেবিচারী শাসন।
তুমি এতই নগ্ন যে, যেখানে প্রতিবাদের ভাষা অর্থহীন।
তোমার ভিত্তিহীন ওজরে আমি আজ বিষণ ক্লান্ত।
বিশ্বাস করো আমি প্রতারক নই,
তোমাকে ভালোবেসেই তোমার কাছে আসা। তারপর........
হয়তো আজ আমার হৃদধ্বনী তোমার কাছে কিছুই নই,
কিন্তু তোমাকে বলি,
যদি কখনো সেই ভালবাসার প্রলেপ মেখে
গৌধুলী কোন সময়ে
সংকীর্ণতা ভাসিয়ে দিয়ে
আগের মতই ভাবতে পার নিজেকে
সেদিন শুধু একটি প্রশ্ন করো তোমাকে
আসলেই কি আমার প্রতারণা ছিলো?
নিশ্চয় সেদিন আর নিজের সাথে ছলনা করতে পারবেনা
তোমার দেয়া লোমহর্ষক প্রবঞ্চনা
যদি আচ করতে পার কিঞ্চিত
তোমার আত্ম চিৎকারে সেদিন
পৃথিবী ধ্বংস হবে।
অশ্রু বিসর্জন দিতে দিতে
হয়তো বলবে সেদিন
"ক্ষমা করো বন্ধু আমায়"
ক্ষমা করা মানুষেরই স্বভাব
তবে আমার সংকট এখানেই
সেদিন অবধি আমি মানুষ রবো কিনা!