জন্মান্তর পুড়েছি অসহায় আমি
শতবার শতরূপে বহু মাত্রায়।
চোখের পলকে দেখেছি সেই হতভাগ্য তরুনের মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা,
আমার চক্ষু সেদিন সয়েছিল তবু
হৃদয়তো কংক্রিট নই, কেঁদেছে পতনে।
সেদিন সোনার ছেলেটি কলেজে ফেরার পথে
গুলিবিদ্ধ হিংসুটে রাজনীতির দূর্বৃত্তের
রক্ত মাখা তাজা মগজও দেখেছিলাম
অথচ ক্ষনিক আগেই নাস্তার টেবিলে বলেছিল সে
ডাক্তারি পেশা বড় ভাল লাগে তার।
দিব্যি বলছি- রাজনীতির মিছিলে হাটেনি কভু, রাখেনি পা সে।
অনিশ্চিত পৃথিবীর প্রান্তরে
হেটেছি বাঁচার তাগিদে কাঁদা পায়ে
দেখেছি অমানিশা, সয়েছি বহু যন্ত্রণা
মানুষ হয়ে জন্মেছি বলেই কি এত্ত বেদনা?
তবুও সইতে পেরেছি তাচ্ছিল্য হলেও
বহু বেদনার নির্মমতা ধারণ করেছি
পেরিয়ে ওঠেছি দিন গুলো
কাটিয়েছি মানবতা হীনতায়
বোধহয় তবুও ভাল ছিলাম।
অসহ্য কষ্ট যন্ত্রণার
সব বেদনার বেদনাতম
তোমার ছুড়ে দেয়া আমার নিরশ প্রেমের কুৎসিত অপমান।
আমার সরল সংক্ষুভ হৃদয়ের অব্যক্ত প্রেমমাল্য
তুমি মেশালে ধুলিতে।
নিষ্কন্ঠক আমি চেয়ে থেকেছি কেবল
তোমার দেয়া সব অপমান বুলি।
না না বন্ধু সজন একোন মানবিকতা হতে পারেনা।
স্রষ্টার কাছে দিয়েছি সপে
যে হৃদয় আর কোনদিন গলবে না,
তুমি করেছ দাহ, তুমি দিয়েছ অপবার্তা।
-------------------------------
২৮/১১/২০১৫ইং
অকল্যান্ড, নিউজিল্যান্ড।