পূর্ণ নাম- হেলাল উদ্দিন, জন্ম-১৫ই জুন ১৯৯০ইং। জন্ম পৈত্রিক নিবাস বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। শিক্ষা জীবনে তিনি ২০০৭ইং সালে এসএসসি, ২০০৯ ইং সালে এইচএসসি, এবং ২০১৪ইং সালে বিবিএস ডিগ্রী সম্পন্ন করেন। শিক্ষা জীবন থেকেই তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করতেন। ২০১১ ইং সালে বিমর্ষতা কাব্যগ্রন্থের মাধ্যমে গ্রন্থ জগতে পদার্পণ। জীবনে বহু কষ্টের সাকু পাড়ি দিয়েছেন। তিনি এখন আর কষ্ট নামক জিনিসটাকে ভয় পায়না। বাল্যকাল থেকেই তার ঝুক ছিল বিভিন্ন সংগঠনের দিকে। তিনি একটি ছাত্র সংগঠনের জনকও। বর্তমানে তিনি জীবিকার সন্ধানে সুদুর নিউজিল্যান্ড প্রবাসী।
আলোচনাটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৬/০৫/২০১৬, ২৩:০২ মি: