আচ্ছা, আমি কি লিখব না আর কবিতা?
লোকে বলে পাগল,অদ্ভুত,বোবা;আরো অজানা
তবে কি সত্যিই ভুল জানি শব্দ আর ভাষা!
শুধুই আমার মাথা ভর্তি বর্ণের কোলাহল,
উচ্চারিত হয় একাংশ,বাকিটা নয়ন বোঝে আসল।
বসে না মন তোমাদের এই আজব সমাজে,
আসে না আমার কোনো প্রতিভা,রয় একা
তরু আর পিপীলিকা-বন্ধু বোঝে আমার অব্যক্ত কথা
সমাজ থেকে পাই শুধু ভয়ংকর ঠাট্টা আর হতাশা,
বলে আমায় "কিসব হিজিবিজি লিখিস অযথা"
কবিগণ, আমি কি আর কবিতা লিখব না!
অন্তরে অতঃপর লাগল আগুন, বাতাস দিল কলম
করব সব তামাশার ধূলিভস্ম, জন্ম নিল নব পণ–
কাব্যে জন্ম, কাব্যে মৃত্যু, কাব্যের জন্য দেব প্রাণ
আমার শব্দহীন ওষ্ঠে আজ শুধু কাব্যেরই স্থান।।
🥺