সময় পেলে খোঁজ নিয়ে দেখো
আজও তারা খসে আকাশে,
বসন্তে ফুলের পরাগ ভাসে সমীরণে
জোনাকি জ্বলে রাতের আঁধারে
কিন্তু সেই আমিটা আর কবিতা লেখে না অবকাশে।

শরতে যায় না সে আর কোনো নদীর পাড়ে
হারিয়ে গেছে কোনো এক কল্পনার সাগরে,
যায় না আর কোনো ফুলের কাননে
একাকী দাঁড়িয়ে থাকে আকাশের পানে চেয়ে;
শুধুই উড়তে চায় সেই আমিটা স্বপ্নের উঁচু আসমানে।

অসমাপ্ত নয়,তার ইচ্ছাগুলি পূরণ করতে চায়,
তবুও যাতনার রেশ বয়ে যায় ব্যর্থতা আর উপেক্ষায়
রোজই তাকিয়ে থাকে ওই অসীম আকাশের দিকে
ভালো কিছুর অপেক্ষায়, ভোরের অপেক্ষায়,
হয়তো অসমাপ্ত স্বপ্নের সমাপ্তির আশায় ।

অবশেষে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল,
           আর চারিপাশে সাফল্যের গন্ধ পড়ুক ছড়িয়ে
অসমাপ্ত স্বপ্নের উপর পতিত হোক গ্রীষ্মের জারুল;
       সফলতার স্নিগ্ধতা আজি হেমন্তের দ্বারে দাঁড়িয়ে।।
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀