প্রিয় দুঃখ,এত কেন চোখ রাঙাও আমারে?
তোমার সাথী আমি,শাশ্বত থাকব নাকি আঁধারে?
কেন আঁখি থেকে বাহিত হয় অজস্র ঝরনাধারা,
আর কেনই বা ক্ষণিক সুখের লাগি পরাণ কাঁদে?
দুঃখ তুমি সত্য কেন, বড্ড ভয় পাই যে তোমারে,
কেন জীবনের প্রতিটি পৃষ্ঠা লিখিত তোমার দ্বারা?

আজীবন কি এভাবেই থাকব আমরা দুজন !
দুঃখ, এবার পারো তো আমায় ছাড়তে,
এত ভালোবাসা কীসের আমার প্রতি?
হে সুখ, একবার তো আসো নিয়ে তোমার দ্যুতি।
জানি নিমেষেই নিশ্চিহ্ন হয় সুখের আলো,
এ জীবন যে দুঃখের দ্বারে অসহায়, ঘন কালো।

আলো-আঁধারের লুকোচুরিতে চলে জীবন,
সুখ তুমি বড়ো অভিমানী, তাই দুঃখ হয় আপন।
দুঃখ নিয়েই শুরু হয় লেখা সুখের কাব্যকথা,
আজও আঁধারে আলোর আশায় দুটি চোখের পাতা।।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼