২০১৮ -তে ছাড়লাম স্কুল
আর আপনি ছাড়লেন বাড়ি,
১৯-এ ছাড়লাম হাজার বন্ধুত্ব
এদিকে আপনি দিলেন দূর পাড়ি।
২০-তে হলাম সবাই গৃহবন্দী,
হাতে নিলাম তুলি-ক্যানভাস
ওদিকে আপনি ধরলেন কলম
করলেন সাহিত্যের জগতে বাস।

২১-এ শুরু আমার এক্রেলিক রঙের খেলা
২২-এ চলে আপনারর কাব্য চয়নের মেলা;
আর্ট মিউজিয়ামে চলে আনাগোনা ২৩-এ
আপনার নয়ন চিত্রিত আছে আমার গ্যালারিতে।
২৪-এ আপনি হয়েছেন জনপ্রিয় এক কবি
আজও আপনার অপেক্ষায় এই ক্ষুদ্র চিত্রশিল্পী।
যতটা প্রিয় আমার ভ্যান গগের দ্য স্টারি নাইট
ঠিক ততটাই আবেগে এঁকেছি আপনার পোর্ট্রেট।

প্রিয় এবার তো হোক  মেলবন্ধন আগামী পঁচিশে  
দেখুন আপনার মতোই আমি স্বপ্ন পূরণের ডিসেম্বরে
বছর অপেক্ষারত পূর্ণতার পেইন্টিং আজ এক্সিবিশনে,
আপনার এই আর্টিস্ট প্রেয়সী থাকুক কাব্যিক নিঃশ্বাসে।।
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈