যেদিন চাঁদ পড়ল প্রেমে এক নক্ষত্রের
আর উপেক্ষা করল সৌন্দর্য নীল সমুদ্রের,
সেদিন ব্যথিত-হৃদয় সমুদ্র কাঁদিল যে এত
তার প্রতিটি অশ্রুধারা আজ তো লবণাক্ত।
চাঁদ যতই থাকুক অভিভূত তার নক্ষত্রের মোহে
সে জানে না আগে থেকেই কী লেখা আছে ব্রহ্মাণ্ডে!

সৌরজগতের সূর্য যে চাঁদের নয় সত্য একেবারে
তাই তো তাদের সাক্ষাৎ হয় একবার ক্ষণস্থায়ী গ্রহণে
এদিকে সমুদ্র তাকিয়ে থাকে চাঁদের পানে নিঝুম রাতে
আর ওদিকে চন্দ্রের ঔজ্জ্বল্য আসে সূর্যের কাছ থেকে।
কলঙ্কিত চাঁদকে ভালোবেসে সমুদ্রে আসে জোয়ার
অনন্ত ভালোবেসেও চাঁদ-সূর্যের মাঝে পৃথিবী আবার
—এভাবেই নিত্য চলে একতরফা কাহিনী ছায়াপথে
বিরহীর হৃদয় চুরমার চিরন্তন বিচ্ছেদের সাথে সাথে।।
                        🌞🌎🌕
                     সমাপ্ত