ভালোবাসি এখনও, তবে প্রকাশ করা হয়নি
তোমার জন্য অপেক্ষার প্রতিটি প্রহর গুনি
তমসাচ্ছন্ন জীবন আর রুদ্ধ ভাষা আমার
সেই দিয়ে পূর্ণ হয় হিজিবিজি পাতা খাতার ।

ওই যে কাব্যকথা 'শিশিরের মুগ্ধতা' তুমি
আমার প্রতি কবিতায় থাকে তোমার উপস্থিতি
সবুজের সমারোহে, বাগান বিলাসে, মরালের শুভ্রতায়
---বলতে পারো  জড়ালে এ কোন গোলকধাঁধায়?

জানো আজও পড়ি তোমার দেওয়া উপন্যাস,
তোমার প্রতি মায়া পাবে না কখনও হ্রাস
যতই বলুক সবাই তোমায় ভুলে যেতে
আমার যে কবি হওয়া তোমার ছন্দে মেতে।
শুধু এক পলক দেখার তরে দিঘিতে যায় সাঁঝে
প্রেয়সী যে শান্তি পাই তখন শত ব্যস্ততার মাঝে।

একদিন নয়নতারা এনেছিলে উপহার মনে আছে?
ফুলবিলাসিনী আমি যত্নে রেখেছি তা পৃষ্ঠার ভাঁজে,
এমনটা নাও হতে পারত প্রিয়তার মুগ্ধের কাহিনীটা
আমি-টা না হত কবি আর না লিখত বিরহের কবিতা।।
🌸🌸🌸🌸🌸🌻🌸🌸🌸🌸🌸