হৃদয় যাতনার রেশ বয়ে যায় এখনও
অশ্রু ঝরেই যায় চোখ থেকে তোমার জন্য
বহুদিন কতদূর রয়েছ,কত আলোকবর্ষ দূরে,
তবুও মুখখানি তোমার জীবন্ত মোর স্মৃতিপটে।

এক অংশ নিয়েছ হৃদয়ের, করেছো সর্বস্বান্ত
ওগো, কবে হবে এই হারানো বেদনার অন্ত?
একটিবারের জন্য হলেও তুমি আসো ফিরে
চেয়ে দেখো কতটা জ্বলছি ব্যথার আগুনে
ভাগ্যে তো নেই, রয়ে গেছ শুধুই অনুভবে
হয়েও হইলে না –এ কেমন পরিহাস তবে?

মেঘের ফাঁক দিয়ে তোমায় দেখি এই দূর আকাশে,
জানো তোমার শূণ্যতায় হীন আমি অবশেষে;
ফুল, পাখি, জলছবি, রং– সবেতেই পাই তোমাকে ,
নক্ষত্র রাজ্যে থেকেও রয়েছ মোর মনের ক্যানভাসে।
কতদিন গুনি, কত বছর আসে-যায় তোমার অপেক্ষায়
আরশির মাঝেও তোমায় দেখি, হয়েছি বোহেমিয়ান।

আজ আকাশে মেঘে-মেঘে ছড়িয়ে দিক শুভ্রতা,
আমি যে শিশির বিন্দু, আর তুমি সেই শিশিরের মুগ্ধতা
নবরূপে আবার দেখা হোক মোদের সেই রঙিন বসন্তে
আর তোমায় হারানোর ব্যথা থাকুক এই কবিতার ছন্দে।।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁