জীবন পাল্টায় রং ক্ষণে ক্ষণে
আর মানুষ বদলায় আচরণে
ভিন্ন ভিন্ন ভাষার লোক হয় আপন
সর্বদা হেয় করে চির-পরিচিত জন।
নিজেকে ভাবে এ দুনিয়ার মালিক সে
ধিক্কার জানাই সেইসব ব্যক্তিগণকে।
তবে ,পদ চরণের তৃণ নইকো  যে
এক আঘাতেই যাব মূর্ছা সবে,
বজ্রপাতের চেয়েও তীব্র বিদ্যুৎ-ধারী
প্রতিবাদীর কলম ও শব্দালংকার সৃষ্টিকারী।

ঈর্ষান্বিত-দের জ্বলছে যেমন মনের ক্ষত
অতি দর্পিত,লোভীদের তেমনি মাথা হবে নত।
সত্য সুন্দর, সুন্দর-ই সত্য ; সত্য দিয়ে হবে ধ্বংস
পাপীরা নরকের অধম, মৃত্যু হোক তাদের অতি নৃশংস
আগ্নেয়গিরির জ্বালামুখ বিস্ফোরিত হোক এবার ভয়ংকর
কলুষিতদের বিষদন্ত নিশ্চিহ্ন করুক লাভার জোয়ার।।
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥