কখনো ঝিঁঝিঁর ডাক শুনেছো কি
সবুজের সমারোহে দাঁড়িয়ে?
দেখেছো কি সিঁদুরে মেঘের হাতছানি
অনন্ত গগনের মাঝে, দূর প্রান্তরে?
কখনো কি খেয়েছো ফল গাছে উঠে,
আর দেখেছো পাখির বাসা হাওয়ায় নড়ে?
কখনও কি পেয়েছ শিশিরের স্পর্শ
শিউলি তলার নীচে?
সেই ফুলেরই মালা দিয়েছো কি কখনো
স্বয়ং পরমাত্মার কাছে?
কখনও কি প্রজাপতি ছুঁয়েছে তোমায়
তার রঙিন উজ্জ্বল ডানা নিয়ে?
এগুলি কি সব কল্পনা এঁকেছি মোর মননে,
নাকি সত্যি সত্যি হয় কোনো এক মহাজগতে!
আমি ভাবি কত বাস্তবতা মিশে যায় কল্পনার সুরে
জানো না রূপকথাই চিরসত্য এই মোহ-মায়ার যুগে!
আমি যে বাঁচি সেই অজানা দেশে, সৌন্দর্যের মাঝে॥
☘️☘️☘️☘️☘️☘️🌿🌿🌿🌿🌿🌿