নব প্রাণ নিয়ে আবির্ভাব নতুন বছর
তবে কেন পিছু আসে অতীতের গহ্বর!
দোহাই তোমার, মুক্তি দাও এবার
সইতে যে দুঃখ-কষ্ট পারিনা আর ।
এক নিমিষেই এই কাগজের জীবন
ছারখার করে পিছুটানের আগুন,
ভবিষ্যত অনিশ্চিত, বর্তমান থমকে,
হে স্রষ্টা, রক্ষা করো এই দ্বিধা থেকে।

স্রষ্টার প্রতি আপ্রাণ রাখি আশ্বাস
নব পত্র স্ফূটিত হবে জীবন-বৃক্ষে,
কারণ সে যে কখনো ভাঙে না বিশ্বাস
অতীতের ঝড় হতে বাঁচিবা সবারে।
তাই নবরূপে নব পুষ্প ফুটিত হোক ,
নববর্ষে প্রাণে আসুক শান্তির শ্লোক।।