দুঃখগুলি কাগজের নৌকা হয়ে যেও
আনমনে বর্ষার জলে ভাসিয়ে দেব,
দুঃখগুলি জোনাকির আলো হয়ে যেও
অন্ধকারে পথিকের প্রেয়সী করে দেব।
দুঃখগুলি অজস্র ফুল হয়ে যেও
আজ ঝড়ের হাওয়ায় ভাসিয়ে দেব,
                           নিশ্চিহ্ন হয়ে ফিরো।।
দুঃখগুলি গাছের পাতা হয়ে যেও
শীতের আগেই সব ঝরিয়ে দেব।
দুঃখগুলি নদীর স্রোত হয়ে যেও
মোহনায় মিশে ম্লান করে দেব।
দুঃখগুলি অন্য ছায়াপথে হারিয়ে যেও,
তবুও একফালি সুখের ধূমকেতু নিয়ে ফিরো।

দুঃখগুলি পেনসিল হয়ে যেও,
খাতায় হিজিবিজি রেখা টানব,
দুঃখগুলি শেষ উপন্যাস হয়ে যেও
কলমের টানে তোমায় প্রকাশ করব। ।
................... 🌼🌼🌼.....................