তোমায় দেখি আমি শিউলির মাঝে শুভ্রতার মায়ায়
যখন থাকো পাশে বসে ঘন অরণ্যের সবুজ ছায়ায়
প্রিয় মেঘপালক,কপালের ঐ ছোট্ট একটা টিপ তোমার
হৃদয়ে নিয়ে আসে নিষ্পলক তাকিয়ে থাকার সুপ্ত ঝড়।
আসো যখন রেশমি চুড়ি পড়ে গাঢ় নীল শাড়িতে
আমার মেঘফুলের আগমনে মন-আকাশ নেচে ওঠে,
মনে হয় যেন শুভ্র গগনে নীলাভ এক অপরাজিতা
যার মহিমায় লিখিত হয়েছে এই মেঘমালার কবিতা।
মহাশূণ্যের নীহারিকার থেকেও উজ্জ্বল তোমার দ্যুতি
রাতের অজস্র তারার জলসায় নীলিমা ওই চোখ দুটি।
এই স্নিগ্ধ হাসি মুখে আসো যখন পায়ে দিয়ে নূপুর
মেঘবালিকার পদতলে ধরিত্রী নাচে ঝুমুর ঝুমুর।

রূপনগরীর ঠিক যেন এক কৃষ্ণবর্ণের মায়াবতী
সুগন্ধি ছড়াও হাসনাহেনার মতো তুমি কেশবতী ।
তোমার শোভার কাছে তুলনাহীন আমার সব উপমা
যেন রূপসী বাংলায় জ্যোৎস্না স্নাত তোমার গরিমা।

কুয়াশার মাঝেও ফোটে যে অপরূপ সৌন্দর্য তোমার,
মেঘপালককে এই কাঠগোলাপের কাব্য দিলাম উপহার।।
☁☁☁☁☁☁☁☁☁☁☁☁☁☁☁☁☁