ওহে পাখি কোথা যাও উড়ে উড়ে
  দাঁড়াও না একটিবার মোর তরে,
দাও নাগো ওই কুটোগুলি তোমার
  বানাব আজ মোর সখের ঘর।

ওহে ঘাসফুল, তুমি কি সুন্দর
  কত বাহার, কি সুমিষ্ট রূপ তোমার
হাওয়ায় ভেসে বেড়াও দলে দলে,
  ভরিয়ে দাও না মোরে তোমার সুবাসে।

ওহে অলি কোথা যাও নাচি নাচি
  আসো না একটিবার মোর কাছাকাছি,
বিনাশ করো বিষখানি যা আছে এই হৃদয়ে
  তোমার ওই অমৃতের ন্যায় মধু দিয়ে।

ওহে রামধনু, তোমার ওই রংখানা কোথা পাও?
  কেমনে সাতটি বর্ণে আকাশকে রাঙাও?
দাও নাগো তোমার রংগুলি উজাড় করে
  তুলি দিয়ে আঁকব ছবি মনের ক্যানভাসে।

ওহে নদী কোথা যাও বয়ে বয়ে
  কত পাহাড়-পর্বত ,বাধা পেড়িয়ে
নিয়ে নাও মোর দুঃখগুলি ঘূর্ণায়মান জলস্রোতে
  আমি হব মুক্ত পাখি, উড়ব প্রকৃতির ছন্দে।

তোমার মন্ত্রে মুগ্ধ, তোমাতেই করি বাস
    অন্তরাত্মা বলে ওঠে এর থেকে বেশি আর কি চাস!
সব মিলিয়ে করব জয়, পূরণ করব আশা
    প্রকৃতিই সব, তাইতো লিখব আজ প্রকৃতির ভাষা॥