নব বধূ এল এক বাড়ি আলো করে
অথচ তার জন্মভূমির সূক্ষ্ম সুতো ছিঁড়ে
এক বাড়িতে করতে হবে বাস সারাজীবন
মেয়েবেলার ঘরে হল সে অথিতি এখন।
বিয়ের পর ছেলে নিল কনের সব দায়িত্ব
এদিকে কনে ওপর দুই বাড়ির অনেক কর্তব্য
কীভাবে থাকবে সে যে বাবার  ছোট্ট সোনা মেয়ে?
কীভাবে সামলাবে সব সংসারের যাঁতাকলে জড়িয়ে?

মেয়েবেলার কেন হল না ছেলেবেলা!
সর্বত্র থাকত সে মা-বাবার ছোট্ট ঘরে,
এইভাবেই না কত শত কনে বিদায় দেন
কত বাবা তাদের বুক-চাপা কষ্ট রেখে।।

[সেইভাবে শব্দ গুছিয়ে লেখা হয়নি ব্যস্ততার কারণে😓, মাফ করবেন।]