অবকাশে পড়ি, আঁকি আর কবিতা লিখি
এই আর কি! যা ছিল এখানেই উজাড় করেছি
ভালোবাসা,প্রেম? সে আবার কী!
মোর স্বত্তা তো ছুঁয়েছে জোনাকি,
ওই যে আঁধারে থেকেও আলোকিত তার প্রতিকৃতি॥
প্রদীপের শিখার চাইতে জ্বলন্ত এ নয়ন
সাদা পাতায় করেছি সহস্র শব্দচয়ন:
কয় একটিবারও পড়লে না তো পত্র সেই
হয়েছি ছন্নছাড়া, তুমি আমায় ছাড়লে যেই
দেখে নিও বাউলের একতারাটি হব এভাবেই।
'হাজার অন্ধকারেও উজ্জ্বল হব আমি' এই প্রতিশ্রুতি
ধীরে ধীরে সেরে উঠেছে ক্ষত মন দোপাটি,
ভাঙতে দেব না আর কোনো মায়ায় জড়িয়ে
আমি যে আজ আসক্ত কবিদের কাব্যে;
পূর্ণতা পাক প্রেয়সীর বাসনা জ্যোৎস্নার দ্যুতিতে॥
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂