মুক্ত মনের কথা
হাজ্জাজ ফকির
স্বাধীন দেশের মাটিতে
স্বপ্ন আঁকা নিড়ে
বাস্তব কিছু কথা বলতে গেলে
এখনো থর থর করে কাঁপতে হয়।
আজও কি দেশের দ্বারে
পারব না বলিতে
মুক্ত মনের কথা
যাহা হলো আমার কাছে চরম বাস্তবতা।
লক্ষ শহীদের বর্জ্য ধ্বনি
আজ আমি যেন শুনি
যারা হলো রক্তচোষা
তারাই নাকী জাতির দিশা।
আসুক যত বর্জ্য তুফান
বাঁধা ভেঙ্গে হব আগুয়ান
বন্ধ দ্বার দিব খুলে
সত্য ঘটনার বল এ।