স্বপ্নের ক্যানভাসে তুমি
হাজ্জাজ ফকির

প্রেয়সির দৃষ্টির অগোচরে ভালোবাসার আহ্বান
রতি যতি মতি শক্তি বিশ্বব্রহ্মাণ্ডে ভালোবাসা রক্ষা কবজ মূল মন্ত্র।

প্রতিটি ছবির অঙ্কিত চিত্র
অনুভূতি ভাবনায় প্রেম জাগে
ভালোবাসা হাতছানি দেয় প্রতিক্ষণে।

চিত্তে তার অতৃপ্ত প্রেম
কামনা বাসনা জাগে ক্ষণে ক্ষণে,

যৌবনা নদীর বুকে উত্তাল ঢেউ
একপশলা বৃষ্টিতে আহ্লাদ ভোগ বিলাশ
পিপাসিত চাতক জীবনের পূর্নতা খোঁজে।

গোলাপ পাঁপড়িতে দোলে দেহমন
হাজার গোলাপের মাঝে শুভিত
চির যৌবনা স্নিগ্ধ ফোটন্ত গোলাপ।

যা প্রেমিকের চোখের দৃষ্টি কেড়ে
আঁখি মায়াজালে  বাঁধে শিকল ভেরি।

চন্দন শুভাসিত হলুদ মাখা অবয়ব
ঠোঁট দুটি যেন বিরবির করে কিছু বলবে।

শরৎয়ের কাশ ফুল খুব প্রিয়
রোজ বিকেলে ছুটে নুপুর পায়ে
উদাসীন মনে প্রেম চিত্র আঁকে কাশবনে।

চিত্তের আঙ্গিনায় প্রেমের রংতুলিতে আঁকা ছবি
হৃদ ফ্রেমে আবদ্ধ করে প্রেম বাসনা
প্রতিটি কাশফুল যানে মনের গোপনতা।

নীল শাড়ির ভাজে ভাজে প্রেমময় নৃত্য
বসন্তের আগমনে কোকিল ডাকছে অবিরত।

এলোকেশীচুল বাতাসে দোলছে
কপলে কালো টিপ কানে ঝোমকো
ঠোঁটে যেন বসন্তের আগমনি বার্তা।

প্রতীক্ষায় পথে দৃষ্টি স্হীর
প্রেয়সির ব্যাকুল মন অস্হির..!