২১ আমার মুক্ত কন্ঠ ফাগুন আমার ভাষার অহংকার।
বাংলা ভাষা মায়ের ভাষায় জুড়ায় মোদের প্রাণ।
প্রভাত ফেরিতে ফাল্গুনী সুরে ২১ শের জয়গান।
২১ মোদের ভাষার চেতনা,ফাল্গুনে ফুটে ডালে ডালে লাল পলাশ কৃষ্ণচূড়া।
২১ এলেই মনে পড়ে......
আসাদের রক্তেমাখা শার্ট।
৫২ এর ভাষা আন্দোলন।
রফিক শফিকের রক্তে রঞ্জিত অঙ্কিত রাজপথ।
২৩ বছরের ব্যাথা বঞ্চনা সুদীর্ঘ সংগ্রামে অর্জিত মাহেন্দ্রক্ষণ।
তুমি ৮ই ফাল্গুন তুমিই ২১শে ফ্রেব্রুয়ারীর সোনালী প্রভাত।
ঐ যে আমার দর্শিত বোন ক্রন্দনও ছলছল অশ্রুভারী।
মায়ের বুকে হিরোশিমা কষ্টের হাহাকার চিৎকার শুনেছি।
মাগো ওরা বলে
ওই হায়েনার নরক দলে
তুমার মুখের ভাষা কাইড়া নিবে।
আইন জারি করে বলেছিল সেইদিন
উর্দু এবং উর্দুই হবে একমাত্র দুই বাংলার রাষ্ট্রভাষা।
মা.!মাগো তোমার ছেলেরা সেইদিন ভয়কে করেছে হিমালয় জয়।
একতার মুঠোয় হাতে রেখেছিল হাত
বিক্ষোভের স্বর কালবৈশাখী আকাশে বাতাসে তুলেছিল প্রতিবাদের ঝড়।
কবির কবিতা,শিল্পীর-শৈল্পিকতায় ভেসে ওঠে বাংলা মায়ের মুখ।
২১আমার চন্দ্রবিন্দু সালাম বরকতের মুখভরা হাসি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।