মানব ধর্ম
হাজ্জাজ ফকির

"সেবাই পরম ধর্ম
জীবে প্রেম করে যেই জন,

সেই জন সেবিছে ঈশ্বর "
বলেছেন " বিবেকানন্দ"।

স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আদম
বিশ্ব ব্রহ্মান্ডে করছ বিচরন।

আদিকাল হতে অনন্তকাল
শুন মানব..!সকল অলংকার
বিবেক বুদ্ধি কালি কলম নাজিলকৃত পুস্তক দিয়েছি তুমাদের হাতে সপে।

সকল চিন্তার বিসদ জ্ঞান রেখেছ
আলো আঁধারে পথ চলার সঙ্গি
পথ প্রদর্শক রুপে।

কাল হতে কাল সৃষ্টির মানব সেবা পরম ধর্ম
জ্ঞানী সাধক প্রচার করেছেন ভালোবাস মানবকে পূর্ণ সন্তুষ্টির লাভে।

পেতে চাও যদি দর্শন ভূবন মাঝে
খুঁজে পাবে মানবের হৃদয় গহীনে।

ধর্মের ভেদাভেদ ভুলে সখিত্ব গড়
অসহায়দের প্রতি সদয় হয়ে
ক্ষুধার্তদের অন্ন দাও,বস্ত্রহীনদের বস্ত্র।

কালহাসরে মিলবে দর্শন আশির্বাদের ছাঁয়া,
নীল গ্রহে দিয়েছি তোমাদের বিচরন
রেখ মনে সর্বক্ষণ।

নশ্বর পৃথিবীর মায়ার বাঁধন ছেড়ে  আসতেই হবে অন্ধকার ভূ-গর্ভে
পাপ,পূর্ণতা হিসেবের খাতা গোছিয়ে
পূর্ণতা অর্জন করে তবেই এসো আমার ঘরে।