উৎসব মুখরিত বই মেলা
হাজ্জাজ ফকির
............................
সাহিত্যে প্রেম চিন্তার বাক স্বাধীনতা বইকে ভালোবেসে
শব্দযন্ত্র নিগুর সংসারে ঘর বেঁধেছি মাধবীর প্রেম উদ্যানে।
বহু সময় বহু পথ পারি দিয়ে ছুটে চলি
জাতীয় কবিতা উৎসব প্রাঙ্গন কাব্যিক প্রেমে।
কবিতা প্রাঙ্গন পাখির কলতানে মিলন মেলায় পরিনত হয়
কবিদের আসন কবিতার গুঞ্জনে।
একটি বছর অপেক্ষার পর আসে ভাষা মাস
সেই দিন আনন্দ ঘন মূহুর্ত কবিতা উৎসব ছন্দে ছন্দে হয় মুখরিত।
মুক্ত কন্ঠে কবিমনে আবৃত্তি করি কবিতা
কবিতার মঞ্চে আনন্দে হই আত্মহারা।
অতঃপর..!
নতুন বইয়ের মনকাড়া গন্ধে ছুটে চলি বই মেলায়
শব্দের ভাঁজে ভাঁজে বিলিয়ে দেই নিজেকে।
আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের অহংকার
মানব মুক্তির জাগরন পূর্ণ জ্ঞান হয় এখান থেকেই।
প্রানের স্পন্দন জ্ঞান প্রসার
জাতির মেরুদণ্ড শক্তিশালী গড়ে উঠার স্হান।
আমাদের প্রাণের বই মেলা,শব্দযন্ত্রের মেলা।
কবির কবিতার জ্ঞানগুচ্ছের বহ্নি প্রকাশ
বইয়ের মোড়ক উন্মোচনের মাস ভাষা মাস।
প্রসুতি মায়ের নবজাতক শিশুর জন্মদানের ন্যায়
মেডিকেল গ্রন্থক্যাম্প বই মেলা,শব্দযন্ত্রের মেলা।
সেখানে রয়েছেন জাতির জ্ঞান সার্জারীর কলস সৈনিক
বিসদ চিকিৎসাবিদ জাগতিক আধ্যাতিক দর্শনবিদ,
উচ্চ মার্গীয় কবিতায় পূর্ণ কবি-সাহিত্যিক,চিন্তাবিদ।
আমাদের প্রাণের বই মেলা, শব্দ যন্ত্রের মেলা।