নৃত্যের তালেতালে সাজাই মন বৃত্তে
নৃত্যে ভূবন গড়ি নৃত্যে করি প্রেম
নৃত্য শিল্পেই হল ধ্যান ও জ্ঞান।
অদৃশ্য অনুভূতিকে সাজাই নৃত্যে
নৃত্যে অদৃশ্য এক যুদ্ধ।
কল্পনার এক সত্য ছায়া
বিলিয়ে দেই নৃত্যের মায়ায়।
খুঁজে পাই স্বর্গের সুখ
ছায়ানট মোর সুখ দুঃখের কল্প রুপ।