💜💜মাতৃভাষা(নড়াল ভার্সন)💜💜

মায়ের ভাষায় কথা কতি লাগে ভারি মজা,
তাইতো সেদিন ঢাইলে দেল বুকের রক্ত তাজা।।

ছোট বেলাই ভাবতাম খালি কেন দেল ভাই রক্ত,
এহন বুঝি তারা ছেল মাগোর ভাষার ভক্ত।।

ইংরেজি কতি পারি সারাদিন ভর কথা,
নড়ালের ভাষা না কলি ভাই, মনে লাগে ব্যাথা।।

কিরাম কইরে বুঝাবো ভাই,
যে দেশেতে যেহানে যাই,
নড়ালের সবাই আপন কইরে পাইতে চাই।।

আমাগে ভাই ভাষা শুইনে মেলা লোকে কয় ক্ষেত,
আমরা কি ভাই কম পারি নাই, বন্ধ করেছি তার উৎপাত।।

কলাম খালি একটা কথা,
নড়াল বাদে দেশে আছে কি ছাতা-মাথা।।

আরো কত কথা যে কতি মন চালো,
কতি পারলাম না, ভয় পাইয়ে দোড় দেলো।।
(সংক্ষিপ্ত)

শেখ হায়াতুর রহমান।
ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
১৮ই মে ২০১৮ বিকাল ৪:৩০মিনিট।।