প্রিয়া! আমি বলিনি তোমায় ছাড়া
হাসবনা আমি কোনদিন
তবুও দ্যাখ তুমি হীন আজ
বড় বিষণ্ণ আমি
দু চোখে কেবলি ঝরে
বিষাদের অশ্রু ,অবিরত নিশিদিন ।
আমি বলিনিত কোনোদিন
তুমি হীণ আমি
বিনিদ্র আখী মেলে জেগে রব
ঘূমাব না আর কোনোদিন
তুম্বি নেই আজ প্তবু
বিনিদ্র রাতের পর রাত আছি জেগে
জেগে আছি দ্যাখ ,তোমার বিহনে পাগোল আমি
উষ্কখুষ্ক চূল , নিদ্রাহীন লাল চোখ মেলে
তোমার সৃতিকে খুব খুব যত্নে বুকে নিয়ে ,
দ্যাখো প্রিয়া আমি ঘূমায়নি,
আমি এখনো রয়েছি জেগে
প্রিয়া! আমি বলিনি
তুমি হীণ নিঃসঙ্গ একাকী পথ
একা একা যাবো হেঁটে
তুমি নেই আজ
একলা নিঃসঙ্গ পথে
একাকী আমি
মাঝ পথে গেছি থেমে ।
প্রিয়া আমি বলিনি তুমি ছাড়া দেখবোনা আর
ভ্রমরের ফূলে ফূলে ওড়া , জ্যোৎস্নায় ভেজা পূর্ণিমা
দেখবনা আর রূপালী নদীর কল কল রবে বয়ে যাওয়া
শুনব না আর পাখীদের সুমধুর কলতান
তবু তুমি হীণ আমি আজ সব কিছু গেছি ভূলে
দেখো প্রিয়া আমার চারিদিকে এখন
ঘণ ঘোড় আমাবস্যা
আলোহীণ নিকষ অন্ধকার।
প্রিয়া আমি বলিনি
তুমি হীণ আমি
একলাই রবো বেঁচে
তবু তুমি হীণ অসহ্য কষ্টময় জীবনকে
দিয়ে ফাঁকি
দ্যাখো প্রিয়া এসেছি তোমার কাছে চলে
মরণেরও সাধ্য নেই যে আর
আমার থেকে তোমায় নিয়ে যাবে দুরে
আমার প্রাণের প্রিয়া দ্যাখো চেয়ে
আমি যাইনি তোমারে ছেড়ে
প্রিয়া !দ্যাখো চেয়ে,
তোমার বুকের মাঝেতে আমি
আবার এসেছি ফীরে।