আমি বাংলাদেশ! আমি বাংলাদেশ বলছি ।
আমি শুধু মাত্র
কোন বস্ত্র খণ্ডের পতাকা নই ।
আমি নই কেবল
হাতে আঁকা কোন মানচিত্র ।
নই কোন কাঁটাতারে ঘেরা ভূমি খণ্ড ।
আমি বাংলাদেশ। আমি বাংলাদেশ বলছি।
আমি বাংলাদেশ –
লাখো-কোটি মেহেনতি
শ্রমিক- জনতার
রক্ত ঘামে, ত্যাগে বলিদানে,
শয়নে স্বপনে , জীবনে মরনে ,
শত শত বছরের
সাধনায় গড়া
পবিত্র ভূমী আমি ,বাংলাদেশ।
আমি বাংলাদেশ! আমি বাংলাদেশ বলছি !
তথাগত সাধারন কোন দেশ নয় ।
আমি বাংলাদেশ!আমি বাংলাদেশ বলছি ।
কেবল শুধু মাত্র কোন মানচিত্র নয়।
আমি বাংলাদেশ ! আমি বাংলাদেশ বলছি !
লাখো শহীদের বুকের রক্তে ধোয়া
লাখো পিতার চোখের অশ্রু,
সম্ভ্রম হারা বোনের আব্রু ,
লাখো মায়ের সন্তান হারা
বুকফাটা কান্ন্যর বিনিময়ে -
পাওয়া পবিত্র ভূমী আমি ।
আমি বাংলাদেশ ! আমি বাংলাদেশ বলছি !
আমি বাংলাদেশ !পৃথিবীর বুকে -
তাই অদ্বিতীয় আমি।
আমি বাংলাদেশ ! আমি বাংলাদেশ বলছি !
লাখো কোটি বাঙালীর বুকে প্রতিনিয়ত
ধ্বনিত স্পন্দিত প্রান প্রিয় নাম বাংলাদেশ।
আমি বাংলাদেশ ,শয়নে স্বপনে
জাগরণে মরনে
লাখো কোটি বাঙালীর
প্রথম আর শেষ ভালবাসা
আমি বাংলাদেশ।
আমি বাংলাদেশ ! আমি বাংলাদেশ বলছি !
পৃথিবীর বুকে কেবল মাত্র
সাধারন একটি দেশ নই
কোট কোটি বাঙালীর সপ্নে-
ত্যাগে-শ্রমে গড়া
অদম্য ভালবাসা আর মমতায় ভরা
সবুজ শ্যামল অনন্য দেশ বাংলাদেশ!
আমি বাংলাদেশ ! আমি বাংলাদেশ বলছি !
কেবল মাত্র
একটি দেশ নই,
কাঁটাতারে ঘেরা ভূমী নই,
কেবলমাত্র কোন পতাকে বা মানচিত্র নই
পৃথিবীর ইতিহাসে
জ্বলজ্বলে লেখায় জ্বলে থাকা
যেই বিস্ময়ের নাম
আমি সেই অনন্য দেশ বাংলাদেশ !
আমি বাংলাদেশ ! আমি বাংলাদেশ বলছি !