অনন্যা তুমি কি সেই কথাটি
আমায় বলবে ?
একটি বার?
যে কথাটি শোনার জন্য ,
যুগে-যুগে, নাম না জানা -
কত-শত প্রেমিকেরা
থাকতো অধীর অপেক্ষায় ,
যদি শুনতে পায়
প্রেয়সির মুখ থেকে একটিবার
তাদের কেও কেও হয়তো
শুনেছিল সেই মায়া ভরা কথা
প্রেমিকার মুখ থেকে,
আর হতভাগা যারা ,
শুনতে পায়নি তারা,
সেই বহু প্রত্যাশিত কথা
তাই হয়তো তারা
অভিমানে-অপমানে
পরেছিল নিজ গলে ফাঁসি ,
অনন্যা বলবে কি তুমি
সেই কথাটি একটিবার?
একটিবারের জন্য ,
নাহয় বললে করুনাভরে
সেই কথাটি একটিবার,
তারপরে-
নাহয় তোমারে ছেড়ে
চলে যাব চিরতরে ,
তোমায় জ্বালাবো না আর ,
অনন্যা বলবে কি তুমি
সেই কথাটি
শুধু মাত্র একটিবার?
যার জন্য আমার সর্বস্ব
ধরতে পারি বাজি
যদি কৃপা করে বল
শুধু একটিবার ,
অনন্যা ! নাহয় মিথ্যে করেই বললে
সেই শত কাঙ্ক্ষিত-প্রতীক্ষিত
শব্দটি শুধু মাত্র একটি বার ,
ভালবাসি ! ভালবাসি শুধু তোমারে !!
তারপরে দেখ
আমি ঠিক চলে যাব চিরতরে,
তোমার বলা শব্দটিরে -
বুকে প্রানে ধরে ।
ফিরে আসবনা কোনদিন
জ্বালাতে তোমারে কভু আর
অনন্যা !তুমি সুখে থেক ,
ভাল থেক
শুধু এই প্রত্যাশা আমার ।
অনন্যা !শুধু মনে রেখ
তোমারেই,
শুধু তোমারেই ভালোবাসি
জীবনে-মরনে শয়নে-স্বপনে
শুধু তোমারেই ভালোবাসি ,
ভালোবাসি শত সহস্রবার ।