আমি ঘুমালাম
জেগে উঠব বলে
হয়তোবা জেগে উঠবো
হয়তো ভাংবেনা আর
সেই ঘুম কোনোদিন
হয়তো ঘুমাব কালের অতলে
কিন্তু সব নিদ্রাই কি প্রকৃত ঘুম ?
ঘুমিয়েও তো জেগে থাকা যায়
আবার জেগে থেকেও থাকা যায় ঘুমিয়ে
ঘুমিয়েও কিন্তু জেগে থাকা যায়
অনুপ্রেরণা আর আলোর দিশারি হয়ে
কিংবা বলা যায়
সব বেঁচে থাকাই জেগে থাকা নয়
বেঁচে থেকেও অনেকে
চিরটা কাল থাকে মরে কিম্বা ঘুমিয়ে
যে বেঁচে থাকা,
মরে থাকাই বলা যায়
যেন বেঁচে থাকা ,
এক জিন্দা লাশ হয়ে ।
এর চেয়ে তো ,
মরেও বেঁচে থাকা ভাল
আলর দিশারি হয়ে
এই যে দিন শেষে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরা
আর রাত শেষে ,
জেগে ওঠা নতুন দিনে -
নতুন প্রেরনা নিয়ে
তার পরে ক্রমে-ক্রমে
জাগতে-ঘুমাতে ,জাগতে-ঘুমাতে -
ক্লান্ত হয়ে অবশেষে
একদিন চিরতরে ঘুমিয়ে যাওয়া
তারপরে বুঝি সব হয় শেষ
কামনা –বাসনা, লোভ-হিংসা -
আর সব চাওয়া পাওয়া ।
তবু বুঝি হয় না শেষ
জীবনের থেমে যাওয়া
স্বপ্ন থেকে স্বপ্ন ,
জীবন থেকে জীবন
সেই অনাদি কাল ধরে
চলছে তো চলছেই এভাবেই ।
কেন এত বিপুল আয়জন ?
এর শেষ কোথায়?
এর উত্তর আমার জানা নেই
শুধু জানি ,চলে গেলেও
থেকে যাওয়া যায়
পথের দিশারি হয়ে
ঘুমিয়ে গেলেও ,
জেগে থাকা যায় -
স্বপ্ন হয়ে ।
মরনেও বেঁচে থাকা যায়
অন্যের মাঝে অনুপ্রেরনা হয়ে
মহাকালের বুকে জ্বল-জ্বলে হয়ে
জ্বলে থাকা যায় চিরটা কাল
অত্যুজ্জ্বল অনন্ত নক্ষত্র হয়ে ।