আমি চলে যাব
আর তোকে জ্বালাবো না
তোর আসা যাওয়ার পথে
রাস্তায় দাঁড়িয়ে
হ্যাংলার মত ,আর তোকে দেখবনা
তোর নিদারুণ উপেক্ষা আর ঘৃণার
সবটুকু বুকে নিয়ে
তাই চলে যাবো আর ফিরে আসবনা
বামন হয়ে আর তোর দিকে দেখবনা
তুই তখন এই ছন্নছাড়া বাউনডুলের
বার্থতায় পরাজয়ে অপমানে
প্রাণ খুলে হাসিস
আর তোর পথের কাঁটা হয়ে
তাই ফিরে আসবনা
আমার বার্থ ভারাক্রান্ত হৃদয়ের
হটাত থেমে যাওয়ায়
পৃথিবীর কারো কিবা এসে যায় তাতে ?
আমারও অবশ্য কিছুই এসে যায় না তাতে
কিন্তু শুধু তোর
নিদারুণ উপেক্ষা অবজ্ঞায়
আমার পৃথিবীর সব টুকু রঙ
নিঃশেষে যায় নিভে
জীবন হয়ে যায় যেন জ্বালাময়ী বিষ
তাই চলে যাবো
আমার এই চলে যাওয়ায় যদি
তোর মুখে ফোটে পরিত্রাণের হাসি
তাই আমার এই চলে যাওয়া
কেবল এটুকুই তোর কাছে শেষ চাওয়া
নিলাঞ্জনা তুই ভাল থাকিস