এখনো সন্ধ্যারা নামে
বসন্ত বিকেলে
কৃষ্ণচূড়ারা আরও লাল হয়
সূর্যাস্তের লালিমায়
বসন্ত কোকিলেরা গায়
কুহু কুহু কলতানে
আর আমি আছি ,
বেঁচে আছি এখনো
তোমার স্মৃতি বুকে নিয়ে
আমাদের কত না-বলা কথা ,
কত স্বপ্নিল ভালবাসা্
আর কত না বলা অভিমান
আজ তুমি হীন বিষণ্ণতায়
একাকী নিঃসঙ্গতায়
বেজে ওঠে মনে ।
সবাই বলে ,
তুমি নাকি চলে গেছ ?
আমাকে একাকী করে
হারিয়ে গেছ ,অজানার ভীরে
আর তাই আসবেনা ফিরে ।
কিন্তু ওরা ত জানেনা
আমাদের সেই প্রতিজ্ঞার কথা
আমাদের সেই হৃদয় ছোঁয়া
ঐশ্বরিক ভালবাসার কথা
তুমি বলেছিলে আকূলসুরে
জলভরা মায়াবী চোখে
আমার হাত দুখানি
বুকে চেপে ধরে
আমি যদি কোনোদিন
যাই হারিয়ে অজানার দেশে
তোমারে ছেড়ে যদি
চলে যাই চিরতরে ?
আমি বলেছিলাম ,
তার উত্তরে
আমার বুকেতে
কান পেতে শোনো
শুনতে পাবে তুমি
আমার হৃৎপিণ্ডের
প্রতিটি স্পন্দনে
ধ্বনিত হয় বারবার
ভালোবাসি ,ভালোবাসি
ভালোবাসি তোমারে
জীবনে-মরণে, শয়নে-স্বপনে
ভালোবাসি তোমারে ।
তোমারেই শুধু বারবার।।