২২/১১/২০১৪

যে  চলার পথের শেষ
একদিন হবে
সেই পথে না চলে
ক্লান্ত হোয়ে পথের মাঝেই
যদি থেমে যাই?
তাতে কি যায় আসে কারো ?
যে দ্বিপ শিখা ,
একসময় নিভে যাবে
নিকষ কালো-
আঁধারের মাঝে
কি যায় আসে বল ?
যদি আগেই সে যায় নিভে ?
আমিও তাই মাঝপথে
হয়ত থেমে যাব ।
হয়ত হাঁটব
অজানা কোনও অচিন পথে
নিরবে চলে যাব
তোমাদের ছেড়ে ।
হয়ত নিভে যাব
নিকষ কালো আধারে
এক বুক কষ্ট,
বুকে নিয়ে -
অবশেষে চিরতরে