মৃত্যু আমায় ডাকছে ,
হয়তো শীঘ্র তুমি বুঝবে-
আমার মৌনতা।
তখন বুঝে নিয়ো ,
আমি, নিরবে দিয়েছি পারি -
না ফেরার দেশে ।
নিঃশব্দে হারিয়ে গেছি,
তোমাদের অজান্তে-
নিঃশেষে ।
তখন বন্ধু আমায় তুমি ভুলে যেয়ো
নিসসঙ্কচ অক্লেশে
যেদিন আমি হারিয়ে যাব
তোমাদের ছেড়ে
চিরতরে অবশেষে ।