জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
দুচোখের পাপড়ির আড়ালে
জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
দুটি নয়নের বেড়াজালে
জানি ভালো তুমি আমায় বেসেছিলে!
তবে কষ্টটা ঠিকই দিয়েছিলে
জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
অভিমান ঠিকই আমার জন্য রেখেছিলে
জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
পর্দার আড়ালে মুখোশটা লুকালে
জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
আড়ালে তুমি অন্য কারো হয়েছিলে।
জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
ভালোবাসার নামে ছলনা দিয়ে গেলে  
জানি ভালো তুমি আমায় বেসেছিলে !
অন্যের বধূ হয়ে বুকে তীর মেরে কষ্ট দিয়ে গেলে চলে
তবুও বলি
ভালো তুমি আমায় বেসেছিলে !