দুঃখের অনুভূতি হারিয়ে যায় সুখের ছোঁয়া পেলে
কষ্ট কে সুখে পরিণত করা যায় ভালোবাসার মানুষ নিজের কাছে এলে।
সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এল খাতার উপর,
আজীবনের লেখার উপর।
সবার চোখ ফাকি দিয়ে এসেছিলে আমার দারে
রেখেছি তোমায় আমি আমার থেকে অনেক দূরে
বলেছিলাম তোমায় আমি
একটু করো কষ্ট
বান্দবির বাসায় থেকে সময় করো নষ্ট।
এমনি দিন সময় টা শেষ হচ্ছে কঠিন
দিতে পারবোনা তোমার কষ্টের ঋণ।
সেই দিনটা যে রোজ বৃহস্পতিবার
৮ বাজলে চলে যায় যে যার মতো বাড়ি সবার
যাওয়ার বাকি থাকি শুধু আমি
অপেক্ষায় যে আছো তুমি।
ম্যাসেজের পর ম্যাসেজ দিচ্ছো আমায়
কখন আমি দেখবো তোমায়।
বলতে বলতে চলে গেলো কতো ঘণ্টা
অপেক্ষার প্রহরে পরে আছে মনটা।
সময় যেনো হয়না শেষ
যখন আমি তোমার থেকে হলাম নিঃশেষ।
দুঃখের অনুভূতি হারিয়ে যায় সুখের ছোঁয়া পেলে
কষ্ট কে সুখে পরিণত করা যায় ভালোবাসার মানুষ নিজের কাছে এলে।
অবশেষে
৯.১৫ মিনিটে তোমার কাছে আসি
তোমাকে ঝরিয়ে ধরে বলি অনেক ভালোবাসি।
এই বলে মোরা হয়েছি ঝোড়া
সুখের সাগরে বসে দুঃখ কে দিয়েছি পোড়া।
ঘাড় গুজে দিন লিখতে লিখতে
ঘাড় গুজে রাত লিখতে লিখতে
মুছেছে দিন মুছেছে রাত
যখন আমার লেখবার হাত অসাড় হল
মনে পড়ল, সাল কি তারিখ, বছর কি মাস
সেসব হিসেব আর রাখি নি।
লেখার দিকে তাকিয়ে দেখি
এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি।
এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি
এই গগনে তোমার মনে আমি থাকি।
দুঃখের অনুভূতি হারিয়ে যায় সুখের ছোঁয়া পেলে
কষ্ট কে সুখে পরিণত করা যায় ভালোবাসার মানুষ নিজের কাছে এলে।
দিন যায় রাত যায়
কত তারাতারি চলে যায়।
সুখের রাত্র এতোই ছোটো
কখন যে রাত পোহালো বুজিনি মোটেও
তাইতো বলি আমি রাত্র টা কত দামি
১২ ঘণ্টার রাত ৩ ঘন্টায় শেষ হয়ে যায়
বুজতে পারিনি আমি।
দুঃখের অনুভূতি হারিয়ে যায় সুখের ছোঁয়া পেলে
কষ্ট কে সুখে পরিণত করা যায় ভালোবাসার মানুষ নিজের কাছে এলে।